|
---|
বিশেষ প্রতিবেদক, ঘটকপুকুর: ভাঙড়-১ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে কবি সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর, সোমবার সন্ধ্যায়। ভাঙড়-১ নম্বর বিডিও অফিসের সামনেই বিশেষ কবি সম্মেলন মঞ্চেই অনুষ্ঠিত হবে এই কবিতা উৎসব।এই অভিনব প্রচেষ্টাকে সফল করতে দুই বাংলার বিশিষ্ট কবিরা স্বরচিত কবিতা পাঠে অংশ নেবেন।
ভাঙড় এলাকায় সাহিত্য-সংস্কৃতির বিকাশ অব্যাহত রাখতে এই অভিনব প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন রাজ্যের বহু গুণী মানুষ।ভাঙড়-১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহাজাহান মোল্যা ও ভাঙড়-১ নম্বর অঞ্চলের বিডিও সাহেব তথা নির্বাহী আধিকারিক সৌগত পাত্র কবি সম্মেলন সফল করতে বড়ো ভূমিকা নিয়েছেন।এদিন রাজ্যের স্বনামধন্য কবিরা স্বরচিত কবিতা পাঠ করবেন।
ভাঙড় এলাকার কবিদের সঙ্গে বাংলাদেশের কবি ও সাহিত্যিকদের মধ্যে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও কবি সৈয়দ মাজহারুল পারভেজ এবং প্রিয়মুখ প্রকাশনের প্রকাশক স্বনামধন্য লেখক ও কবি আহমেদ ফারুক। এছাড়াও বেশ কয়েকজন বাংলাদেশের কবি কবিতা পাঠে অংশগ্রহণ করবেন।
ভাঙড়-১ নং পঞ্চয়েত সমিতি আয়োজিত বিশেষ এই কবি সম্মেলন ২০১৯ অনুষ্ঠানের শুভ সূচনা করবেন পঞ্চায়েত সমিতির সভাপতি শাহাজাহান মোল্যা ও ভাঙড়-১ নম্বর অঞ্চলের নির্বাহী আধিকারিক সৌগত পাত্র।
এদিন স্বরচিত কবিতা পাঠ করবেন কবি ও বিশিষ্ট সমাজকর্মী রক্তদান শিবির আয়োজনের মহান কান্ডারী রফিকুল ইসলাম, স্বনামধন্য কবিদের মধ্যে হীরক বন্দ্যোপাধ্যায়, অরূপ বন্দ্যোপাধ্যায়, নিরুপম আচার্য, নুরুল আমীন বিশ্বাস, আবদুর রব খান, এমদাদুল হক নূর, লালমিয়া মোল্লা, সবিতা দত্ত, মনিরা খাতুন, অভিজিৎ মন্ডল, আবদুস শুকুর খান, তাজিমুর রহমান, ফারুক আহমেদ, হরিশঙ্কর কুন্ডু, মিলন মান্নান, রাজু মন্ডল, মিঠুন মন্ডল, আমান, প্রবীর রঞ্জন মন্ডল, গোলাম রাশিদ, সুব্রত চক্রবর্তী, তাপস সাহা, মুকুল চক্রবর্তী, বিধান ঘোষ,
অজয়কৃষ্ণ ব্রক্ষ্মচারী, সুখেন্দু মজুমদার, প্রত্যূষা সরকার, সৈকত ঘোষ, মেঘনাথ বিশ্বাস, প্রসেনজিৎ রায়, দুর্গা বেরা, শেখ কামালউদ্দিন, শাহজাহান মন্ডল, দেবযানী চট্টোপাধ্যায়, সুজাতা দাস, স্বপন ভট্টাচার্য, অর্চনা দে বিশ্বাস, শ্রীমতী সরস্বতী দাস, রবীন সরকার, মধুমিতা মন্ডল, অশোকা মন্ডল, আবদুর রাজ্জাক প্রমুখ। এছাড়াও উপস্থিত থাকবেন এলাকার নেতৃত্ব ও সাংবাদিকগণ।
ভাঙড় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে গুণমুগ্ধ শ্রোতা হিসেবে উপস্থিত থাকবেন সাহিত্য ও শিক্ষা অনুরাগী বহু গুণী মানুষ।