|
---|
নিজস্ব প্রতিবেদক, কেশপুর: রাজ্য জুড়ে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী।সেই সঙ্গে এদিন কেশপুর পঞ্চায়েত সমিতি ও কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের যৌথ উদ্যোগে কেশপুর পঞ্চায়েত সমিতি প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন উদযাপন হলো। এদিন রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করে।
উপস্থিত ছিলেন কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক ঘোষ, কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী কুমার তেওয়ারী , ব্লক যুব আধিকারিক পূর্ণেন্দু ঘোষ, কেশপুর পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পানমনি মুর্মু, বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠি, বিশিষ্ট শিক্ষক চিত্তরঞ্জন গড়াই , কেশপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাদল চন্দ্র মন্ডল, কৃষ্ণা সিংহ, আনন্দমোহন গরাই, সদস্য রিনা হুই, মমতা চ্যাটার্জি ,অসীমা দোলই , প্রতিমা বেরা, নন্দিতা সিং, শিক্ষক স্নেহাসিস চৌধুরী, শিক্ষক সেখ মহম্মদ ইমরান সহ বিশিষ্টরা।
এছাড়াও এদিন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রত্যেক স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষক স্নেহাসিস চৌধুরী।