যৌথ উদ্যোগে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরীতে কবি প্রণাম ও রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা,কুলটিকরী, ঝাড়গ্রাম: রবিবার ২২শে শ্রাবণ রবি ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে কুলটিকরি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় ও সাঁকরাইল ব্লক এডুকেশন এন্ড রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় এবং রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের সহযোগিতায় কুলটিকরি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ কুমার তিওয়ারি লারনেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ সেকেন্ড কোর্ট, সমরজিৎ রায় লারনেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম, সুনীল কুমার শর্মা সেক্রেটারি স্টেট লিগাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রাম, সাঁকরাইল ব্লক এর বিডিও রথীন বিশ্বাস, সাঁকরাইল ব্লক এডুকেশন এন্ড রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি সর্বেশ্বর মহাপাত্র, কুলটিকরি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় এবং ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় এর চেয়ারম্যান মিহির কুমার বারিক, রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যা দেবারতী দাস এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ সূচনা হয়। দুই মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ রবি ঠাকুরের গান ও নৃত্যের মাধ্যমে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানান। সুলগ্না চক্রবর্তী ও অমিত মন্ডল রবি ঠাকুরের গান এবং সহেলী বেরা খান ও প্রিয়াংকা শীট নৃত্য পরিবেশনের মাধ্যমে রবি ঠাকুরকে সম্মান জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরিজিৎ সিনহা। রক্তদান শিবিরে আগত সকল রক্তদাতাকে মহাবিদ্যালয় গুলির পক্ষ থেকে একটি করে চারাগাছ প্রদান করা হয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করেন।

     

    এই অনুষ্ঠানে “সবুজাঙ্গন” নামক একটি দেওয়াল পত্রিকার উদ্বোধন করেন সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস। অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন আনন্দ কুমার তিওয়ারি লারনেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ সেকেন্ড কোর্ট। কুলটিকরি, কুলটিকরির পার্শ্বস্থ গ্রামের গ্রামবাসীরা এবং দুই মহাবিদ্যালয়েরে সহ অধ্যাপক-অধ্যাপিকারা ও ছাত্র-ছাত্রীরা এই রক্তদান শিবিরে রক্ত দেন। সমগ্র অনুষ্ঠানটি শেষে কুলটিকরি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় সহ-সম্পাদক মিঠুন বারিক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।