জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গোদাপিয়াশাল এম জি এম হাইস্কুলে কবি প্রণাম

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং গোদাপিয়াশাল এম জি এম হাইস্কুলের সহযোগিতায় কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গোদাপিয়াশাল হাইস্কুলে। উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল প্রসাদ চক্রবর্তী,কবি নির্মাল্য মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি, নৃত্যশিল্পী ঈশিতা চট্টোপাধ্যায়,বিদ্যলয় পরিচালন সমিতির সদস্য ভাস্কর চক্রবর্তী,কবি তামস চক্রবর্তী গোদাপিয়াশাল চারুবালা হাইস্কুলের প্রধান শিক্ষিকা পিয়ালী সেনগুপ্ত, শিক্ষিকা তনুশ্রী ভট্টাচার্য , শিক্ষক নরসিংহ দাস, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। এদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অতিথি শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন। সমস্ত অতিথিদের কবি গুরুর প্রিয় অমলতাস গাছ ও শান্তিনিকেতন থেকে আনা রবীন্দ্র প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। ছোটদের মধ্যে রবীন্দ্র চেতনা বাড়ানোর লক্ষ্য রবীন্দ্রনাথের প্রতিকৃতি অঙ্কন অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আবৃত্তি, নৃত্য, সঙ্গীত আলোচনার পাশাপাশি বংশীবাদন,বাউল কীর্তন পরিবেশিত হয়‌অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে চেষ্টার ত্রুটি রাখেননি বিদ্যালয়ের শিক্ষক সুকুমার দাস, মণিকাঞ্চন রায়, শিবপ্রসাদ কুন্ডু, শুভেন্দু রায়,,লক্ষীকান্ত হেমব্রম , নবীন দাস ,কবিতা মল্লিক, স্বদেশ অধিকারী সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ। অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন বাচিক শিল্পী শুভদীপ বসু।