|
---|
সাদ্দাম হোসেন মিদ্দে, রাজারহাট: উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাটে বুধবার অনুষ্ঠিত হল কবিতা পাঠের আসর। বিষ্ণুপুর সত্যম শিশু নিকেতন বিদ্যালয়ে এদিনের আসর বসে। এদিন অনুষ্ঠান আয়োজন করে বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটি।
এদিন বিকাল ৪ টায় শুরু হয় কবিতা পাঠের আসর। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন রাজিব দত্ত, সাদ্দাম হোসেন মিদ্দে, কবিতা পাঠ করেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদ মফিজুল ইসলাম।
রাজারহাট এলাকার বিশিষ্ট সমাজসেবী যামিনী ভূষণ নাথের স্মরণে এদিনের কবিতা পাঠের আসর আয়োজন করা হয়। কবিতা পাঠের আগে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সবাই। এদিন স্মৃতিচারণা করেন রফিকুল ইসলাম, স্মৃতিচারণা এবং অনুষ্ঠানে সঞ্চালনা করেন রণজিৎ কুমার মন্ডল।