|
---|
সংবাদদাতা : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ডানকুনি উড়ালপুলের নিচে পালিত হলো বৃক্ষ বিলি উৎসব এবং প্লাস্টিক ও থার্মোকল বর্জন অভিযান। এছাড়া দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র সঙ্গে একটি করে গাছ। উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার পুরপ্রধান হাসিনা শবনম, সেভ ট্রি সেব ওয়ার্ল্ডের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আবু আজাদ, হুগলি জেলা সম্পাদক মাবুদ আলী শেখ, হুগলি জেলা সভাপতি আবু মল্লিক, বিশিষ্ট সমাজ সেবী বাদল দেবনাথ।