শারদ উৎসবের প্রস্তুতিতে হলদিয়ায় খুঁটি পূজা ও রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: খুঁটি পূজা উপলক্ষ‍্যে রক্তদান শিবির হলো হলদিয়ায়।রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া চৈতন‍্যপুর নিউ স্টার ক্লাবের উদ‍্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে খুঁটি পূজা ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।এদিনের শিবিরে ৭০জন রক্তদাতা রক্তদান করেন।ক্লাবের পক্ষ থেকে প্রত‍্যেক রক্তদাতাদের হাতে মাস্ক ও স‍্যানিটাইজার তুলে দেওয়া হয়।অতিমারির ফলে নিউ স্টারের পূজা এবারে সাবেকি ভাবে হবে।

     

    খুঁটি পূজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলা, হলদিয়া পৌরসভার পৌরপিতা শ‍্যামল কুমার আদক, পৌর পারিষদ সত‍্যব্রত দাস, জেলা পরিষদের মৎস‍্য ও প্রাণী কর্মকর্তা আনন্দময় অধিকারী প্রমুখ।
    ক্লাবের সম্পাদক গৌতম হাজরা বলেন, করোনা মহামারির কথা মাথায় রেখে সমস্ত বিধি নিষেধ মেনে এবারের পূজোর আয়োজন করা হচ্ছে।এবারে থিম পূজোর বদলে সাবেকী ভাবে পূজো হবে এবং এই করোনা আবহে যাদের একেবারেই রুজি রোজকার নেই,তাদের দিয়েই মন্ডপ ও প্রতিমা তৈরি করা হবে।