|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: আইপিএলের প্লে অফের দ্বিতীয় ম্যাচে ইডেনের গ্যালারির এফ-ওয়ান ব্লকে বসে থাকা তিন যুবকের বেটিং চক্রকে গ্রেফতার করলো পুলিশ। আরও ২ জনকে নিউ মার্কেট চত্বরের একটি গেস্ট হাউজ থেকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, ধৃতরা – সুনীল কুমার, অনিকেত কুমার, ওবাদা খলিল, অমরকুমার মাহাতো এবং অজয় কুমার – দ্বারভাঙা এলাকার বাসিন্দা। সব মিলিয়ে পাঁচজনের থেকে সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।