|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: আটক হলেন অখিলেশ যাদব।কৃষিবিলের বিরোধিতায় এক কিষাণ যাত্রা সভা হওয়ার কথা ছিল আজ কনৌজে । তার আগে তিনি লখনউতে অবস্থান বিক্ষোভে শামিল হয়েছিলেন। লখনউ-এর বিক্রমাদিত্য মার্গের নিজবাসভবনের বাইরে পুলিশি ব্যারিকেডের সামনে তিনি সমর্থকদের সাথে এগিয়ে যান। পরক্ষনেই অখিলেশকে আটক করে গাড়ীতে তোলে পুলিশ।