|
---|
মুর্শিদাবাদ: গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার টিকটিকি পাড়া জুনিয়ার হাই স্কুল সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় সাগরপাড়া থানার oc বিশ্বজিৎ হালদার সহ তার টিম তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি মাসকট ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে ধৃতের নাম জানা যায় আকবর শেখ তার বাড়ি সাগরপাড়া থানার টিকটিকি পাড়া গ্রামে ।
ধৃত আকবর শেখ কে সোমবার বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কি কারনে মাসকট নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল,কোথা থেকে আগ্নেয়াস্ত্র আসলো তার কাছে, তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।