|
---|
মুর্শিদাবাদ: যেমন নির্দেশ তেমন কাজ। আগ্নেয়াস্ত্র কার্তুজ এবং বোমা উদ্ধারের ঘটনায় নজির সৃষ্টি করছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শান্তি ফেরাতে পুলিশ প্রশাসনকে কড়া নজরদারি দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি প্রতিটি থানা এলাকায় আগ্নেয়াস্ত্র কার্তুজ এবং বোমা উদ্ধার এর দিকে পুলিশ কে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপর ময়দানে নামে রাজ্য পুলিশ প্রশাসন। প্রতিদিন রাজ্যের বেশিরভাগ থানা এলাকা থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র, বোমা। এবার একটি আগ্নেয়স্ত্র ও একটি কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম ওয়াশিকুল সেখ, তার বাড়ি ফরাক্কার শিবনগর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে শনিবার রাতে ফরাক্কার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শঙ্করপুর মোড় থেকে একটি আগ্নেয়স্ত্র ও একটি কার্তুজ সহ ওয়াশিকুল সেখকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। ধৃতকে রবিবার জঙ্গিপুর আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযান অব্যাহত থাকবে।এই চক্রের সাথে আরো কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।