তড়িবাড়ি নদীর তীরে পিকনিক করতে প্রচুর মানুষ, গ্রেফতার করলো পুলিশ

উত্তরবঙ্গ: রাজ্য সরকার ২ রা জানুয়ারী আংশিক লকডাউন ঘোষণা করেছে। এই আংশিক লকডাউনের সময়, রাজ্য সরকার কিছু সরকারী নির্দেশিকা জারি করেছে।  নির্দেশিকা চলাকালীন, পর্যটন স্থান, পিকনিক স্পট এই সমস্ত স্থানে জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল।  কারণ এই সমস্ত স্থানে প্রচুর লোক সমাগমের সম্ভাবনা হয়। উল্লেখ্য, নববর্ষের কারণে পিকনিকের মরসুম দীর্ঘকাল চলে এবং এই সময়ে বিভিন্ন স্থানে প্রচুর লোক সমাগম হয়। যার ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা আরও বেড়ে যায়।তাই পর্যটন স্থানের পাশাপাশি পিকনিক স্পটও বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।

    পিকনিক স্পট বন্ধের পর রবিবার জানুয়ারির প্রথম সপ্তাহে অনেকে পিকনিক করতে বের হন। এই সময় ভক্তি নগর থানার অন্তর্গত তড়িবাড়ি নদীর তীরে পিকনিক করতে প্রচুর মানুষ জড়ো হয়। ভক্তি নগর পুলিশ স্টেশনে এই খবর পাওয়ার সাথে সাথে, আইসি তার দল সহ তড়িবাড়ি নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের সরাসরি গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজকের অভিযানে প্রায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে ব্যবস্থা নেওয়া হয়েছে।