|
---|
মালদা : বড়োসড়ো ডাকাতির ছক ভেস্তে দিল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচ জনের এক সশস্ত্র ডাকাত দলকে গ্রেপ্তার করল পুলিশ।
শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মালদা মানিকচক রাজ্য সড়কের পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে ইংরেজবাজার থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় রড, হাঁসুয়া, দড়ি সহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল, মন্টু মহালদার, বিকি ভাস্কর, শেখ আতিজুর, শেখ নিজামুদ্দিন এবং বাপি শেখ। ইংরেজবাজার থানার বাশবাড়ি, মিরচক এবং রতুয়ার পুখুরিয়া থানা এলাকায় বাড়ি ধৃতদের। প্রাথমিক তদন্তের পর জানা গেছে ডাকাতি করার উদ্দেশ্যে পলিটেকনিক কলেজ সংলগ্ন একটি আমবাগানে জর হয়েছিল তারা। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হওয়ার আগে ই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।