|
---|
নিজস্ব সংবাদদাতা : নকল মদ সহ গ্রেপ্তার দুই জন । গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল রাতে ফুলবাড়ি জটিয়াকালি এলাকায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ , নাগাল্যান্ড নম্বরের একটি চৌদ্দ চাকার লরিতে তল্লাশি চালাতেই প্রায় কুড়ি লক্ষ টাকার নকল মদ বাজেয়াপ্ত করে ।
লরির চালক ও সহকারী চালক দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ । মদ বোঝাই লরিটি উদ্ধার করে এনজেপি থানায় নিয়ে আসা হয় । সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয় । পুলিশ সূত্রে জানা যায় অবৈধ নকল মদ বোঝাই লরিটি অসম থেকে বিহার যাচ্ছিল । যার আনুমানিক বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা ।এই পাচারকারীদের সাথে আরো কেউ জড়িত ছিল না তা খতিয়ে দেখছে পুলিশ।গত সপ্তাহেও ফুলবাড়ি থেকে আটক করা হয়েছিল চোরাই মদ।এই পাচারকারীদের মধ্যে অনেকেই বিহার থেকে এসে ফুলবাড়িতে চোরাই মদের ব্যাবসা শুরু করেছেন।