|
---|
উজির আলী,চাঁচল,৬ নভেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ পাঁচ জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করল। পুলিশ জানায় ধৃতদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবার গভীর রাতে চাঁচল থানার হাতিন্দা শিব মন্দির এলাকায় ঘটনাটি ঘটে। এদিন তাদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় বলে জানাগেছে।
এ বিষয়ে চাচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, বেশ কিছুদিন ধরে খবর ছিল ডাকাতদল বিভিন্ন এলাকায় জমির হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে জন্য । মঙ্গলবার রাতেও ডাকাতদল চাঁচল হাতিন্দা মন্দিরের জমায়েত হয়। পুলিশ খবর গোপন সূত্রে খবর পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে হানা দিলে সেখান থেকে পাঁচজন ডাকাতকে গ্রেফতার করে এবং বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
সূত্রের খবর,বুধবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে।