|
---|
খান আরশাদ, বীরভূম: কালী মন্দিরে চুরি যাওয়া সোনা-রুপোর অলংকারসহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল খয়রাশোল থানার পুলিশ। গত 27 নভেম্বর খয়রাশোলের বাগাশোলা গ্রামের রটন্তী কালী মন্দির থেকে চুরি যায় কালী প্রতিমার সোনা ও রুপোর কয়েকটি অলংকার। বিষয়টি খয়রাশোল থানায় জানানো হয় এবং খয়রাশোল থানার OC সঞ্চয়ন ব্যানার্জীর নেতৃত্বে খয়রাশোল থানার ASI সিদ মহম্মদ খান সহ খয়রাশোল থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ শুক্রবার রাত্রে ওই এলাকা থেকে তিন দুষ্কৃতীকে আটক করে ।তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সোনা ও রুপোর অলংকার উদ্ধার করে খয়রাশোল থানার পুলিশ।
খয়রাশোল থানার পুলিশের এই সাফল্যে খয়রাশোল থানার OC সঞ্চয়ন ব্যানার্জি সহ খয়রাশোল থানার ASI সিদ মহম্মদ খান ও খয়রাশোল থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। ধৃত ওই তিন দুষ্কৃতীকে শনিবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ওই তিনজনের মধ্যে দুই জনের পুলিশি হেফাজতের এবং অপর এক জনের জেল হেফাজতের নির্দেশ দেন।