|
---|
শিলিগুড়ি: ক্যাফের আরালে অপহরনের ছক,গ্রেফতার তিন দুস্কৃতি। ছক কষা হয়েছিল ক্যাফেতেই,তার পরেই অপহরন হয় এক যুবক।অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তিন অপহরনকারী।জিজ্ঞাসাবাদের জন্য আটক এক মহিলাও। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৩ই জানুয়ারী ভক্তিনগর থেকে নিখোঁজ হয় রিতংকর সিংহ নামে এক যুবক।
১৪ ই জানুয়ারি ৪০ লক্ষ টাকা মুক্তিপন চেয়ে অপহরনকারীদের ফোন আসার পরই,গত ১৫ ই জানুয়ারি অপহরন সংক্রান্ত মামলা করে পরিবার, অপহৃত যুবকের পরিবারের পক্ষ থেকে এনজেপি থানায় দায়ের করা হয় অভিযোগ।এর পর পরই নরে চরে বসে এনজেপি থানার পুলিশ।
শুরু হয় তদন্ত।তদন্তের ভিত্তিতে শিলিগুড়ির 24 নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরি থেকে গ্রেফতার করা হয় তপন দাস ও রতন পাল অর্থাৎ বাবুকে ।
তাদের জিজ্ঞাসাবাদ করে ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ।পরবর্তিতে তাদের জিজ্ঞাসবাদ করে দেশবন্ধুপাড়ার একটি ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় অপহৃত রিতংকর সিংহকে। এর পর ধৃত দুই ব্যক্তি কে জিজ্ঞাসাবাদ করে রাজ সিং ও এক ব্যক্তির নাম উঠে আসে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে ভারত নগর এলাকায় থেকে।
এর পরেই ভারত নগরের রতন পালের কফি ক্যাফেতে হানা দেয় পুলিশ।পুলিশ সুত্রে জানাগেছে ওই ক্যাফেতেই অপহরনের ছক কষা হয়েছিল।সেই ভিত্তিতে ক্যাফের কর্মি মুনমুন দাসকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জানা গেছে তপন দাস ও রতন পাল এবং রাজ সিং এরা তিন জনই ২৪ নম্বর ওয়ার্ডের তৃনমুলের সক্রিয় কর্মি।তৃনমুল প্রার্থী প্রতুল চক্রবর্তির সাথে তপন দাসের বেশ সখ্যতা রয়েছে বলেও জানা গেছে। গোটা ঘটনার তদন্ত করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়ি থানা।