|
---|
জলপাইগুড়ি: গতকাল জলপাইগুড়ি পুলিশ এক কোটি টাকার প্যাঙ্গোলিন সহ তিনজনকে আটক করে।ধৃতরা ওই আটক করা প্যাঙ্গোলিন নেপালে পাচার করছিলো বলে খবর পাওয়া গেছে।উল্লেখ্য ওই জায়গা থেকে মাস খানেক আগেও প্যাঙ্গোলিন সহ দুজনকে আটক করে জলপাইগুড়ি পুলিশ।
ধৃতরা জানিয়েছে তারা এর আগেও প্যাঙ্গোলিন পাচার করেছিলো।ধৃতদের আজ সকলে জলপাইগুড়ি কোর্টে নিয়ে আসা হলে বিচারক তাদের সাতদিনের হেফাজতের নির্দেশ দেন।ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে ধৃতরা ভূটানের বাসিন্দা এবং গত দশ বছর ধরে তারা প্যাঙ্গোলিন পাচারের সাথে যুক্ত।তাদের জেরা করে পুলিশ জানতে পেরেছে তাদের সাথে একটি আন্তর্জাতিক চক্র কাজ করছে।পুলিশ ওই চক্রের সন্ধ্যানে জোর তল্লাশি শুরু করেছে।