|
---|
নিউ জলপাইগুড়ি: দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ দুজনকে গ্রেপ্তার করলো নিউ জলপাইগুড়ির থানার পুলিশ। বুধবার গোপন সুত্রের খবর পেয়ে নৌকাঘাট সংলগ্ন এলাকায় ব্রিজের নিচ থেকে আটক করা হয় দুই যুবককে। তাদের শরীরে তল্লাশি চালিয়ে পাওয়া যায় এক রাউন্ড গুলি সহ একটি দেশি পিস্তল।
ধৃতদের নাম বিপ্লব সরকার ও গোবিন্দ সাহা। দুজনের বাড়ি মেডিকেল সংলগ্ন কলমজোত এলাকায়। ধৃতদেরকে আজ জলপাইগুড়ির আদালতের পাঠিয়ে ১০ দিনের পুলিশের রিমান্ডে চাওয়া হয়েছে পুলিশ সুত্রে খবর।