|
---|
আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ:প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, করোনার সংক্রমণ কে রোখার জন্য দেশব্যাপী ভিন্ন ভিন্ন ভাবে পদক্ষেপ নিতে আছে রাজ্য সরকার গুলি। যদিও প্রথম পদক্ষেপ কেন্দ্র সরকার নিয়েছিলো রাজ্য সরকার গুলির পরামর্শ না নিয়ে কিন্তু পরবর্তীতে রাজ্য সরকার গুলির পরামর্শ নিয়ে কাজ শুরু করে কোনো রকম ভাবেই সংক্রমণ রুখতে পারে যাচ্ছে না তাই রাজ্য সরকার গুলো নিজের মতোন করে ব্যবস্থা নিচ্ছে।
বাংলায় করোনায় সংক্রমণ কে রুখতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সপ্তায় দুইদিন সম্পূর্ণ রাজ্য লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লকডাউন ছিল সম্পূর্ণ বাংলা। এত গতিতে করোনার সংক্রমণ ছড়ানোর পরও সতর্ক হতে রাজি না সাধারণ মানুষ। গতকালকে লকডাউন অমান্য হলো মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায়।করোনার গতিবিধির দিকে তাকিয়ে এবার আরো সক্রিয়তা দেখালো মুর্শিদাবাদ পুলিশ। লকডাউন উপেক্ষা করাই জেলা জুড়ে ২৫০ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল জেলার বিভিন্ন জায়গায় মাস্ক ছাড়াই বেরিয়েছে অনেকেই, অনেকেই তাদের দোকান খুলেছে, অনেকেই বলেছে আমরা জানতাম না। প্রশাসনের দ্বারা বারবার প্রচার করার পরও লকডাউনের উপেক্ষা কালকে জলঙ্গী থানায় প্রায় ৫০ জনকে আটক করেছে জলঙ্গী থানার পুলিশ। সকলকে একটা ময়দানে একত্রিত করে জলঙ্গী থানার ওসি উৎপল দাস মাস্ক ব্যবহার ও লকডাউন মেনে চলার পরামর্শ দেন। কালকে রঘুনাথগঞ্জ থানা ও সুতি থানাতেও লকডাউন উপেক্ষা দেখা যায়। জেলা জুড়ে প্রায় ২৫০ জনকে আটক করেছে পুলিশ। আগামীকাল শনিবার পুনরায় লকডাউন ঘোষিত আছে।