এক লক্ষ টাকার জাল নোটসহ কালিয়াচকের দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ ।

মালদা, ১৭ই জুলাই । এক লক্ষ টাকার জাল নোটসহ কালিয়াচকের দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ । মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ঠুটিয়া ব্রিজ এলাকায় অভিযান চালায় পুলিশ।  সেখান থেকেই দুই জালনোট কারবারিকে হাতেনাতে ধরে ফেলে অভিযানকারী পুলিশ অফিসারেরা।  ধৃতদের কাছে উদ্ধার হয় এক লক্ষ টাকার জালনোট । উদ্ধার হওয়া জালনোটগুলি রয়েছে ৫০০ এবং ২০০০ টাকার।

    পুলিশ সুত্রে জানাগেছে, ধৃতদের নাম  মোহম্মদ সফিউল ওরফে সাজির  (২০) ও  মোহম্মদ মুস্তাকীম (২০)। ধৃত এই দুইজনের বাড়ি কালিয়াচক থানার গয়েশবাড়ী এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ টাকার জালনোট। উদ্ধার হওয়া জালনোট গুলি হলো ২ হাজার টাকার ৪৬টি এবং ৫০০ টাকার নোট ১৬ টি। এই জালনোকগুলি ওই দু’জন কোথা থেকে সংগ্রহ করেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

    পুলিশ জানিয়েছে , এদিন গভীর রাতে গোপন সুত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ৩৪ নম্বর জাতিয় সড়কের ধরে ঠুটিয়া  ব্রিজ মোড় সংলগ্ন এলাকায় হানা দেয়। সন্দেহজনক ভাবে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তাদের আটক করে। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় জালনোটগুলি। তারপরই পুলিশ দুজনকেই গ্রেফতার করে।

    পুলিশের প্রাথমিক অনুমান, এই জালনোটগুলি পাচারের উদ্দেশ্য  ধৃতেরা বাইরে কোথাও নিয়ে যাচ্ছিল। এই নোট গুলি কোথা থেকে সংগ্রহ করে,  কোথায় পাচার করার উদ্দেশ্যই ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।  পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এর আগেও বোমাবাজি ছিনতাইসহ বেশকিছু মামলার ঘটনার অভিযোগ দায়ের হয়েছে কালিয়াচক থানায়।