|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূম জেলা পুলিশের তৎপরতায় বেআইনি আগ্নেয়াস্ত্র সহ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারে এবং চুরির চেষ্টা বানচাল ও দুষ্কৃতিদের আটকে দিয়ে বেশ সফলতা আসতে শুরু করে।অনুরূপ বীরভূমের কাঁকরতলা থানার ও সি শামিম খাঁন এর তৎপরতায় এলাকায় বড়সড় ডাকাতি আটকে দেয় কাঁকরতলা থানার পুলিশ।
উল্লেখ্য গতকাল রাত্রি একটার সময় কাঁকরতলা থানার ওসি শামীম খান গোপন সূত্রে খবর পাওয়া মাত্র পুলিশি জাল বিস্তার করে এলাকা জুড়ে।পুলিশের কাছে খবর যে, রাস্তায় পণ্যবাহি গাড়ি ডাকাতি করার উদ্দেশ্যে স্থানীয় থানার ভবানীগঞ্জ ও সিরা গ্রাম সংলগ্ন জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী।সেই খবরের সূত্র ধরে কাঁকরতলা থানার বিশাল পুলিশ বাহিনী উক্ত জঙ্গলে তল্লাশি চালিয়ে শেখ আল্লারাখা ও শেখ আলাউদ্দিন ওরফে শেখ লাদেন নামে দুজন দুষ্কৃতীকে আটক করে এবং তাদের কাছ থেকে দু রাউন্ড গুলি সহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
বৃহস্পতিবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে কাঁকরতলা থানার পুলিশ ধৃতদের সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন করেন। বিচারক সমস্ত কিছু খতিয়ে দেখার পর ধৃতদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানা যায়।