গোপন সূত্রে খবর পেয়ে প্রৌঢ়কে গ্রেফতার কালিয়াচক থানার পুলিশের

মালদা,১৩ নভেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে গাঁজা এবং নগদ টাকাসহ এক প্রৌঢ়কে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ।

    শনিবার ভোরে কালিয়াচক থানার আলিপুর শিরোটোলা এলাকায় হানা দিয়ে পুলিশ প্রচুর পরিমাণে গাঁজা এবং নগদ টাকাসহ ওই প্রৌঢ়কে গ্রেপ্তার করে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রৌঢ়ের নাম, আব্দুল সৈয়দ (৫৯)। বাড়ি কালিয়াচক থানার আলিপুর শিরোটোলা গ্রামে।

    ধৃতর কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ১ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা এবং নগদ ১০ লক্ষ ৮ হাজার টাকা।

    পুলিশের প্রাথমিক অনুমান নিজের বাড়ি থেকেই ওই প্রৌঢ় গাঁজার কারবার করতেন।

    গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই প্রৌঢ়ের বাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা এবং নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করে।

    শনিবার হেফাজতে চেয়ে ওই প্রৌঢ়কে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।