বিপুল পরিমানের গাঁজা ও টাকা সহ এক মহিলা সহ মোট ২ জনকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বড় সাফল্য । পাচারের আগে উদ্ধার বিপুল পরিমানের গাঁজা ও নগদ ৩৪ লক্ষ ৪০ হাজার ৮০০ টাকা। গ্রেপ্তার এক মহিলা সহ মোট ২ জন ।

    এদিন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সুকান্তপল্লীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা সহ ২ জনকে আটক করা হয়। রিমান্ডে নিয়ে এই বিষয়ে তদন্ত করে এই পাচার চক্রের মূল পান্ডাকে ধরা হবে বলে জানান পুলিশ আধিকারিক ।পুলিশ আরো জানতে পেরেছে এই গাজা পাচারের সাথে আন্তর্জাতিক একটি চক্র জড়িত আছে,যারা মুলত উত্তরবঙ্গ জুড়েই চালাচ্ছে এই গাজা পাচার প্রক্রিয়া।তাছারা তারা অর্থের লোভ দেখিয়ে বেশ কিছু স্থানীয় ছেলেমেয়েদের এই কাজে জড়িত করেছে,যারা টাকার লোভে এই কাজ করে যাচ্ছে।কিছুদিন আগে পাশের শহর জলপাইগুড়িতেও একটি গাজা পাচারের চক্র ধরা পড়েছিল যাদের সাথে এই পাচার চক্রের জড়িত থাকবার একটা সম্ভাবনা দেখছে পুলিশ।