|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রাতের কলকাতায় বিশৃঙ্খল আচরণ, মদ্যপ অবস্থাএক্সয় গাড়ি চালানো, হেলমেটবিহীন বাইক চালানো এবং অন্যান্য ট্র্যাফিক বিধিভঙ্গের প্রতিরোধে নিয়মিত চলছে কলকাতা পুলিশের অভিযান, সমস্ত থানা, ট্র্যাফিক বিভাগ এবং গোয়েন্দা বিভাগের সমন্বয়ে। গত রাতে নিয়মভঙ্গের দায়ে ২৫ টি বাইক বাজেয়াপ্ত হয়েছে, ট্র্যাফিক আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে ৯৬২টি। রইল রাতের অভিযানের কয়েক ঝলক।