|
---|
নিজস্ব সংবাদদাতা : ১লা সেপ্টেম্বর রবিবার ২০২৪ আজ পুলিশ ডে হুগলি জেলা জুড়ে পালিত হল, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ ডে। চন্ডীতলা থানায় সিভিক ভলেন্টিয়ারদের ট্রাফিকের নিয়ম কানুন চিত্রসহকারে হাতে কলমে শিখিয়ে দিলেন চন্ডীতলা থানার অফিসার। প্রসঙ্গত এই দিন চন্ডীতলা থানার সম্মানিত ওসি জয়ন্ত পাল মহাশয়কে ছোট্ট দুটি পুরস্কার দিয়ে আন্তরিক অভিনন্দন জানালেন এখন সবার খবরের সিইও এবং স্বাধীন সংবাদ প্রতিনিধি সেখ আব্দুল আজিম।