|
---|
নূর আহমেদ : পুলিশ ডে উপলক্ষ্যে মেমারি থানার সভা কক্ষে বসে আঁকো প্রতিযোগিতা হয়। এলাকার বিভিন্ন স্কুলের মোট ৩০ জন ছাত্র/ ছাত্রী এই প্রতি যোগিতায় অংশ করেছে। এলাকার সাধারণ মানুষের সাথে জন সংযোগ বাড়ানোর জন্যই এই কর্মসূচি নিয়েছেন।
প্রথম দ্বিতীয় তৃতীয় স্নাহাধিকারী দের মেমারি থানার পক্ষ থেকে পুরস্কৃতি করেন, মেমারি থানার মেজবাবু বিশ্বাস নাথ দাস। এবং সকল প্রতিযোগিদের সান্তনা পুরস্কার দেওয়া হয়। মেমারি থানার বড় দেবাশীষ নাগের নেতৃত্বে এই কর্মসূচি হয়। অনুষ্ঠানে ছিলেন, থানার পুলিশ অফিসার ও পুলিশ কর্মী।