যথাযথ মর্যাদায় জেলা পুলিশের উদ্যোগে পালিত হলো পুলিশ দিবস

বাবলু হাসান লস্কর : পুলিশ কর্মীরা করোনা মহামারিতে সংক্রমিত রোগীর দুয়ারে পৌঁছে দিয়েছেন ঔষধ সহ খাদ্যসামগ্রী। যেখানে করোনা পজিটিভ রুগীরা আত্মীয় পরিজন থেকে দূরে থাকলেও সেখানে পুলিশ কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের কল্যাণে নিজেদের কে নিয়োজিত করেছিলেন। এতেই মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কের এই দিন টিকে পুলিশকর্মী দের জন্য পুলিশ ডে ঘোষণা করেন। আর তাতেই উজ্জীবিত জেলা পুলিশ। জেলা পুলিশের সাথে সাথে রাজ্যের প্রতিটি থানায় যথাযথ মর্যাদায় পালিত হল পুলিশ ডে। আজকের দিনটিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রতিটি থানার পাশাপাশি জয়নগর, কুলতলী, বকুলতলা, মইপিট কোস্টাল সহ একাধিক থানার উদ্যোগে পুলিশ ডে পালনের চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।এখানে দেখা মিলছে পুলিশকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সংগীত এর মাধ্যম দিয়ে পথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং পথ চলতি মানুষ জন সহ গাড়ি চালকদের সাথে সৌজন্য বিনিময় করতে দেখা গেল।পথ চলিত মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি মূলক প্রচার দেখা গেল। গাড়ির ডাইভারদের সঙ্গে আলাপ চারিতা সহ সৌজন্য বিনিময় করেন। এমন চিত্র আমাদের ক্যামেরায় উঠে আসায় পুলিশকর্মী সহিত চলতি মানুষ জন সাংবাদিক কে কুর্নিশ জানালো।