|
---|
খান আরশাদ, বীরভূম :
রাজনগরে শব্দবাজি সহ এক ব্যক্তিকে আটক করলো রাজনগর থানার পুলিশ। পুলিশ প্রশাসনের তরফে বারবার সচেতন করা সত্ত্বেও রাজনগরে বেশ কিছু জায়গায় অন্যান্য আতশবাজির পাশাপাশি শব্দবাজিও বিক্রি করা হচ্ছে। শব্দবাজির ফলে আশেপাশের বহু মানুষই অসন্তোষ প্রকাশ করছেন। বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক রোগী রয়েছেন তাদের অভিযোগ শব্দবাজির ফলে রোগীদের সমস্যা হচ্ছে। প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা যাতে নেওয়া হয় সে বিষয়ে তারা অনুরোধ করেন। শবেবরাতের রাত্রে মুসলিম সম্প্রদায়ের মানুষ আতশবাজি ও শব্দবাজি ফাটিয়ে থাকেন। যদিও এ বিষয়ে স্থানীয় মৌলভী মাওলানাদের অভিমত, শব্দবাজির সাথে শবেবরাতের কোন সম্পর্ক নেই। তাই তারাও চান এই শব্দবাজি বন্ধ হোক।
এদিকে লক্ষ রেখেই রাজনগর থানার OC দেবাশীষ পন্ডিতের নির্দেশে রবিবার রাজনগরের বিভিন্ন দোকানে রাজনগর থানার SI অরিন্দম দেবনাথ এর নেতৃত্বে হানা দেয় রাজনগর থানার পুলিশ এবং রাজনগরে একটি দোকান থেকে বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজি ও আতশবাজি বাজেয়াপ্ত করে। পাশাপাশি ওই বাজি বিক্রেতাকে আটক করে রাজনগর থানার পুলিশ।