পুলিশ দিবস উপলক্ষে মৈত্রী কাপ

সেখ আব্দুল আজিম : পুলিশ দিবস উপলক্ষে হুগলি গ্রামীন পুলিশ জেলার দাদপুর থানার উদ্যোগে আয়োজিত মৈত্রী কাপ ২০২৪।
এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত মহাশয়, ধনিয়াখালি বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র, অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত বক্সী, ইন্সপেক্টর অসীম সরকার, দাদপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক চৌধুরী,পোলবা দাদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মালতি হাঁসদা ব্লক সভাপতি সুভাষ ঘড়া সহ অন্যান্য আধিকারিকগণ।
ছবি ও তথ্য সেখ আব্দুল আজিম ( হুগলি)