পুলিশ দিবসে হরিপাল থানার ভিতরে প্রতীক্ষালয় কিছুক্ষণের শুভ উদ্বোধন

সেখ আব্দুল আজিম,হুগলি : ১লা সেপ্টেম্বর পুলিশ দিবসে হরিপাল থানার ভিতরে প্রতীক্ষালয় কিছুক্ষণের শুভ উদ্বোধন করেন কৃষি বিপণন ও পঞ্চায়েত , ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না সঙ্গে ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্না এছাড়া অ্যাডিশনাল এসপি (হেডকোয়াটার ডেপুটি এসপি (হেডকোয়ার্টার )সি আই তারকেশ্বর এবং হরিপাল থানার ওসি কৌশিক সরকার মহাশয়। উল্লেখ্য শিয়াখালা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম এর রূপায়ণে কিছুক্ষণ প্রতীক্ষালয় উদ্বোধনে মন্ত্রী বেচারাম মান্না বলেন সাধারণ মানুষের উপকারে আরো বেশি বেশি করে বিভিন্ন সংস্থা এগিয়ে আসা উচিত তিনি আরো বলেন এই হরিপাল থানায় সাধারণ মানুষ নানা অভিযোগ ছাড়া ও বিভিন্ন কাজে থানায় আসেন মানুষ অল্প সময়ে হলেও এখানে বিশ্রাম নিতে পারবেন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের কর্মধারদের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী মহাশয়! সঞ্জীবনী হেলথ কেয়ার,নার্সিংহোমের কর্ণধার কাজী হেদায়েতুল্লাহ শেখ মোর্তজা জানালেন আগামীতে এই ধরনের কর্মে তারা উদ্যোগী হবেন আরো বলেন, সমাজসেবা মূলক কাজে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম সাধারণ মানুষের পাশে পরিষেবা দিতে বদ্ধপরিকর তাদের ক্ষমতার মধ্যে । এই দিন, হুগলি পুলিশের ঊর্ধ্বতম আধিকারিকগণ ও হরিপাল থানার ওসি কৌশিক সরকার ছাড়াও হরিপাল থানা সমস্ত পুলিশ অফিসারগণ ও সমস্ত পুলিশ ছাড়াও সকলেই আপ্লুত পুলিশ দিবসে প্রতীক্ষালয় কিছুক্ষণের উদ্বোধনে