পুলিশ দিবসে থানায় কচিকাঁচাদের নিয়ে অঙ্কন  প্রতিযোগিতা 

আজিজুর রহমান,গলসি : গলসি থানায় পুলিশ ডে পালন করলেন গলসি ওসি দীপঙ্কর সরকার। দিনটি উদযাপন করতে এদিন বিকালে এলাকার কচিকাঁচাদের নিয়ে একটি বসে আঁকাে প্রতিযোগিতার আয়োজন করা হয় থানা প্রাঙ্গনে। যেখানে তিনটি বিভাগে এলাকার কমবেশি ত্রিশ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে তিনটি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় মিলিয়ে মোট নয়জনকে একটি করে ব্যাগ ও রং পেনসিনের বক্স দিয়ে পুরস্কৃত করা হয়। দিনটিকে ঘিরে আনন্দে মেতে উঠেন গলসি থানার সকল পুলিশ কর্মীরা। পাশাপাশি এলাকার বহু শুভাকাঙ্ক্ষী মানুষ থানায় এসে অফিসারদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান। তাছাড়াও স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে ওসির হাতে ফুল ও মিষ্টি তুলে দিয়ে অভিনন্দন জানানো হয়। স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ বলেন, করোনা মহামারীর সময় যখন খাদ্য অভাবে পরেছিল এলাকার বেশ কিছু মানুষ। ওই সময় গলসি ওসি দীপঙ্কর বাবু প্রতিদিন বহু দরিদ্র দুস্থ মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছে দিয়েছিলেন। তাছাড়াও দৈনিক এলাকার ভবঘুরেদের খাবারের জোগাড় করেছিলেন। যা খুবই প্রশংসনীয়। তবে সেই দিন পার হয়েছে। ধীরে ধীরে ফিরে এসেছে করোনা মুক্ত দিন। বছর ঘুরে আজকে ফিরে এসেছে পুলিশ দিবস। তাই এই দিনটিতে সকল পুলিশ কর্মীদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন ফিরোজ বাবু। স্থানীয় অঙ্কন শিক্ষক দুর্গা দাস ধীবর বলেন, থানার বড় বাবু ও মেজ বাবু আজকে দিনটিতে তার ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বসে আঁকার প্রতিযোগিতা করেছিলেন। পাশাপাশি প্রতিযোগিতিদের বিভিন্ন উপহার দিয়ে পুরস্কৃত করেন। এমন অনুষ্ঠানে থাকতে পেরে তিনি খুব খুশি হয়েছেন। স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ ডাক্তার ফারুক হোসেন বলেন, ওসি দীপঙ্কর বাবু খুবই ভালো মনের মানুষ। তিনি বিভিন্ন সময়ে মানুষের পাশে থাকেন। বহু দুস্থ মানুষকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেন। আজকে পুলিশ  দিবস তাই তিনিও একটু ফুলের মাধ্যমে শুভেচ্ছা  পাঠিয়েছেন। তিনি চান আজকের দিনটি সকল পুলিশ কর্মীদের ভাল কাটুক।