|
---|
দার্জিলিং: চুরির ঘটনার কিনারা করলো দার্জিলিং জেলা পুলিশের ফাঁসিদেওয়া থানার পুলিশ ।বেশ কিছুদিন আগে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালের একটি কন্ট্রাকশন সাইটের দুটি টুলু পাম্প মেশিন, একটি রড কাটার মেশিন সহ বেশ কিছু সামগ্রী রাতের অন্ধকারে কয়েক জন দুষ্কৃতী চুরি করে নিয়ে যায়। সেই ঘটনার পর কন্ট্রাকশন সাইটের মালিক ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ফাঁসিদেওয়া থানার পুলিশ গতকাল দুই যুবককে গ্রেফতার করে ।তাদের কাছ থেকে একটি টুলু পাম্প মেশিন উদ্ধার করে পুলিশ ।এর পরেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্তরা চুরির ঘটনা স্বীকার করে ।
ধৃতদের নাম সুরেশ রাউত ও দীপঙ্কর রায়।ধৃতরা ফাঁসিদেওয়া এলাকারই বাসিন্দা। আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর আদালতের কাছে পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এই চুরির ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে।এবং পুরো ঘটনার তদন্ত করে বাকি চুরি যাওয়া সামগ্রী গুলি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।