১১ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগ পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টারকে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা : ১১ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগ। বীরভূমের (Birbhum) বক্রেশ্বর (Bakreshwar) তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টারকে গ্রেফতার করল পুলিশ। গায়েব হওয়া টাকা কোথায়? জানতে মরিয়া তদন্তকারীরা।

     

    আর্থিক তছরুপের পর্দাফাঁস: ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাইপ্রাইজ ভিজিটেই আর্থিক তছরুপের পর্দাফাঁস! ১১ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন বীরভূমের (Birbhum) বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার। ধৃত সুদীপ্ত মণ্ডলের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে সিউড়ি আদালত (Suri Court)। সম্প্রতি সিউড়ি হেড পোস্ট অফিস থেকে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব পোস্ট অফিস পরিদর্শনে যান অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পোস্ট সুদীপ্ত রক্ষিত। সূত্রের খবর, সুদীপ্ত মণ্ডলের থেকে পোস্ট অফিসে জমা পড়া মোট টাকার হিসেব চান তিনি। কিন্তু সেই হিসেব দিতে পারেননি অভিযুক্ত! মোট ১১ লক্ষ ১৬ হাজার ৭৯ টাকার গরমিল ধরা পড়ে। সেই টাকা কোথায় গেল, তার সদুত্তর দিতে পারেননি সুদীপ্ত! এরপর শনিবার সদাইপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেদিনই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার সুদীপ্ত মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।

     

    সিউড়ি আদালতের সরকারি আইনজীবী অসীমকুমার দাসের কথায়, ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। উনি টাকার গরমিলে সন্তষজনক উত্তর দিতে পারেননি। গায়েব হওয়া ১১ লক্ষের বেশি টাকা কোথায় গেল, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার খোঁজ পেতে এখন মরিয়া তদন্তকারীরা। পূর্ব বর্ধমানে তেজস্ক্রিয় পদার্থ (Radioactive Material) বলে ৫০ লক্ষ টাকায় হাতবদল হচ্ছিল সন্দেহজনক এক বস্তু। সেই সময়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে হুগলির শ্রীরামপুর (Serampore) থেকে আরও একজনকে গ্রেফতার করল বর্ধমান (Bardhaman) থানার পুলিশ। জেরায় ধৃতের দাবি, তিনি অরুণাচলের অবসরপ্রাপ্ত বিডিও।