এডমিট কার্ড হীন ছাত্রীকে সাহায্যের হাত পুলিশের; অবশেষে দিতে পারলো পরীক্ষা

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে রায়পুর গার্লস হাইস্কুলে। গতকাল সকালে পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় এক ছাত্রী খেয়াল করে, অ্যাডমিট কার্ড ব্যাগে নেই। পরীক্ষা দিতে যাওয়ার তাড়াহুড়োয় কার্ড বাড়িতে ফেলেই পরীক্ষাকেন্দ্রে চলে এসেছে। স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানান ছাত্রীর উদ্বিগ্ন মা, এবং কর্তৃপক্ষ দ্বারস্থ হন পরীক্ষাকেন্দ্রে ডিউটিরত পুলিশকর্মীর।

    নেতাজিনগর থানায় খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সাহায্যের জন্য পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন থানার সার্জেন্ট ছন্দক বিশ্বাস। সময় নষ্ট না করে ছাত্রীর মাকে সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্র থেকে পাটুলিতে ছাত্রীর বাড়িতে পৌঁছান ছন্দক, এবং অ্যাডমিট কার্ড নিয়ে কিছুক্ষণের মধ্যেই পরীক্ষাকেন্দ্রে ফিরে আসেন তাঁরা। যথাসময়ে পরীক্ষা হলে ঢোকে ছাত্রী।