|
---|
নতুনগতি নিউজ ডেস্ক: কাশ্মীরের অনন্তনাগে হামলা চালাল জঙ্গিরা। আর তাতেই মৃত্যু হয়েছে পুলিশ ইন্সপেক্টর মহম্মদ আসরাফের। জঙ্গিদের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়ে যায় বলে খবর। অপরদিকে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কাশ্মীরেই খতম হল এক জঙ্গি। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে জেলায় ঘটনাটি ঘটনা। সোমবার বিকেলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর আসে নিরাপত্তা বাহিনীর কাছে। কাশ্মীরের সোপিয়ানের মেলহোরা এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী এরপর যৌথ অভিযান চালায়।
জঙ্গিদের বাড়ি ঘেরাও করলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। যদিও পালটা জবাব দিতে দেরি করেনি নিরাপত্তা বাহিনীও। সংঘর্ষে খতম হয় এক জঙ্গি। গোটা এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। কয়েক ঘণ্টা সেই সংঘর্ষ চলে বলে খবর।
উল্লেখ্য, শনিবারও কাশ্মীরে সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছিল। শনিবার দুপুরে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে কাশ্মীরের অনন্তনাগের লার্নো এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালায়। সেই সংঘর্ষেও নিকেশ হয় এক অজ্ঞাতপরিচয় জঙ্গি। সংঘর্ষস্থল থেকে একটি একে-৪৭ উদ্ধারও করা হয়েছিল। ফের আবার ঘটনা অনন্তনাগে জঙ্গি হামলার ঘটনা। তাতেই মৃত্যু হয় পুলিশ ইন্সপেক্টর মহম্মদ আসরাফের।