|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আসন্ন কালীপুজোর প্রাক মুহুর্তে নিশিদ্ধ শব্দ বাজি বন্ধের অভিযানে জেলার সর্বত্র পথে নামে বীরভূম জেলা পুলিশ।অনুরূপভাবে মঙ্গলবার নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে দুবরাজপুর শহর এলাকা জুড়ে অভিযান চালিয়ে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করল স্থানীয় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দুদিন ধরে স্থানীয় বাজারে অভিযান চালিয়ে প্রায় কয়েক হাজার টাকার শব্দবাজি আটক করে এবং দুজন ব্যবসায়ীকে ও গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ শব্দবাজি বিক্রি বন্ধ করতে লাগাতার অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, সরকারি ভাবে নিষেধাজ্ঞা জারি স্বত্ত্বেও দোকানগুলিতে প্রকাশ্যে শব্দবাজি সাজিয়ে দেদার বিক্রি করা হচ্ছিল। শব্দবাজির ব্যবহার বন্ধে অতর্কিতে দোকানে হানা দেয় দুবরাজপুর থানার পুলিশ। পুলিশি ধরপাকড়ের জন্য এখন অনেকেই বিক্রির জন্য শব্দবাজি মজুত করা বন্ধ করে দিয়েছে। তবুও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে শব্দবাজি বিক্রি করছে বলে খবর রয়েছে।