১২ টি বাইক উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করল সামসেরগঞ্জ থানার পুলিশ

নতুন গতি ডিজিটাল ডেস্ক: কিছু দিন থেকে বাইক চুরির ঘটনা ঘটেছে চলেছে অনেক বেশি, তাই গত ৪ জানুয়ারী অভিযান চালিয়ে সামশেরগঞ্জ থানার পুলিস বেশ কয়েকটি চুরি যাওয়া বাইক সহ দুই বাইক চোরকে গ্রেপ্তার করল। দুই জন ধৃতর নাম পিয়ার জাহান ও হাসানুজ্জামান, তাদের বাড়ি যথাক্রমে মালদহ জেলার বৈষ্ণবনগর ও কালিয়াচকে। তাদের গ্রেপ্তার করে জেরা শুরু করতেই একাধিক চুরি বাইকের হদিস পায় পুলিস।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সামশেরগঞ্জ এলাকায় একটি বাইক চুরির খবর পেয়ে পুলিস ঝাড়খণ্ডের সীমন্ত লাগোয়া পুঁটিমাটি থেকে দুই বাইক চোরকে আটক করে। প্রথমে ওই দুই যুবক একটি বাইকে করে মালদহের দিক থেকে আসে। ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় পুঁটিমাটি ব্রিজে তাদের আটক করলে বাইকের বৈধ কাগজ পত্র দেখা পারেনি তারা৷ পুলিস তাদের জেরা করতেই বাইক চুরির কথা স্বীকার করে ওই দুই যুবক। পুলিসের অনুমান। বাইক চুরি চক্রের আরও দুজনের নাম জানতে পেরেছে পুলিস। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।