দুর্ঘটনা রুখতেও যাত্রী সাধারনের স্বার্থে কালিয়াচক সড়কে অবাঞ্ছিত দখল সরাতে পুলিশের অভিযান

দুর্ঘটনা রুখতেও যাত্রী সাধারনের স্বার্থে কালিয়াচক সড়কে অবাঞ্ছিত দখল সরাতে পুলিশের অভিযান

     

     

    নাজমুস সাহাদাত, নতুন গতি :-‌ কালিয়াচকের চৌরঙ্গি জাতীয় সড়ক দখল মুক্ত করতে ময়দানে নামল কালিয়াচক থানার পুলিশ। ১ ঘন্টার মধ্যে সব ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তানা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেয় পুলিশ। ৩৪ নম্বর জাতীয় সড়ক দখল করে চলছে ব্যবসা। বেআইনিভাবে উঠেছে পার্কিং। এমনকী ফুটপাথ দখল করেও চলছে ব্যবসার রমরমা। গাড়ি চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনই হেঁটেও যাতাযাত করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে কালিয়াচকবাসীর। সোমবার ময়দানে নামে কালিয়াচক থানার পুলিশ। মাইকিং করে ১ ঘন্টা সময় দেওয়া হয় ব্যবসায়ীদের। যাতে দ্রুত দোকানের সামনে রাখা মোটর বাইক সরিয়ে নেওয়া অনুরোধ জানানো হয়।সকলের সুবিধার্থে দখল করে রাখা ফুটপাথ মুক্ত করার নির্দেশ দেওয়া হয়। যদিও এদিন পুলিশের ঘোষণার পর অনেকাংশে রাস্তা ফাঁকা করে দেওয়া হয়। তাতে খুশি কালিয়াচকবাসী। কিন্তু এখন লাগাতার পুলিশি অভিযানের কথা জানিয়েছেন তাঁরা। তানা হলে আগামী দিন থেকে যেকার সেই হয়ে যাবে । আবার অন্যতম ব্যস্ততম ব্লকও বটে। কালিয়াচকের বুক চিরে বেরিয়ে গেছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। বিভিন্ন এলাকার চার চারটি রাস্তা মিলিত হয়েছে কালিয়াচকে। মানুষের সমাগমের চাপ এখানে তুলনামূলক বেশি। ৩৪ নম্বর জাতীয় সড়কের ৪ লেনের কার্যত ১ ও ৪ নম্বর লেন চলে গেছে ব্যবসায়ীদের দখলে। টোটো, মোটর বাইক-‌সহ অন্যান্য ছোট গাড়ির পার্কিং জোন গড়ে উঠেছে। ফুটপাথ জুড়ে চলছে ব্যবসা। কালিয়াচক থানার পুলিশ জানায় রাস্তা ও ফুটপাথে কোনো গাড়ি আর রাখা যাবে না। দোকানদাররা গাড়ি রাখার ব্যবস্থা নিজেদের করতে হবে। দোকানের সামনে গাড়ি থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাথ দখল করে ব্যবসা করা যাবে না। অবিলম্বে সব মুক্ত করতে হবে। এতে সকল যাত্রী সাধারনের সুবিধা হবে।