|
---|
খান আরশাদ,বীরভূম :বীরভূমের রাজনগর থানার অন্তর্গত রাজনগর বাসস্ট্যান্ড, চৌরাস্তা মোড়, পঞ্চায়েত মোড় প্রভৃতি জায়গায় যেসব লটারি কাউন্টার গুলি রয়েছে।
সেসব লটারি কাউন্টার গুলিতে যাতে লটারি বিক্রেতারা অবৈধভাবে লটারির টিকিট বিক্রি করছেন কিনা তা দেখতে রাজনগর থানার ওসি দেবাশিস পন্ডিতের নির্দেশে রাজনগর থানার এসআই দীপক কুমার রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা আজ লটারি কাউন্টার গুলিতে হানা দেন।
যদিও পুলিশ সূত্রে জানা গেছে এদিন কোন লটারি বিক্রেতার কাছ থেকে অবৈধ টিকিট পাওয়া যায়নি।
রাজনগর থানার ওসি দেবাশীষ পণ্ডিত জানিয়েছেন কেউ অবৈধভাবে কোনরকম লটারির টিকিট বিক্রি যাতে না করে সে বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে।