|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ পুলিশ জেলার ভগবানগোলা থানায় ‘উৎসর্গ’ প্রকল্পের অধীনে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন হয়। বৃহস্পতিবার রক্তদানের পাশাপাশি একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন এসডিপিও উত্তম গড়াই মহাশয়, সি আই মানস দাস সহ থানার পুলিশ কর্মীবৃন্দ ও এলাকার সন্মানীয় ব্যক্তিবর্গ। উক্ত শিবিরে মোট ৫৪ জন রক্তদান করেন।