পথ বিভ্রান্ত চার বাচ্চাদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল লোকপুর থানার পুলিশ

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূম সীমান্তে ঝাড়খন্ডের সুদ্রাক্ষীপুর গ্রামের পাহাড়ী পাড়া থেকে চারটে বাচ্চা দুটি সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে পথ বিভ্রান্ত হয়ে পড়ে গতকাল। স্থানীয় বাগডহরী থানা সহ বিভিন্ন এলাকায় নিখোঁজ বাচ্চাদের পরিজনরা খোঁজ করতে থাকেন। রবিবার সকালে নাকড়াকোন্দা পঞ্চায়েতের সারসা গ্রাম থেকে চার বাচ্চা পথ বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর খবর আসে লোকপুর থানায়। তড়িঘড়ি পুলিশ গিয়ে বাচ্চাদের থানায় নিয়ে আসেন এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে নিখোঁজ বাচ্চাদের উদ্ধারের খবর দেন।

    নিখোঁজ থাকা কাজু, রূপা, পিকা ও সীমা পাহাড়ী সকলের বয়স ৮ থেকে ১১ বছর। বাড়ির লোকজন,স্থানীয় পঞ্চায়েতের প্রধান তথা মুখিয়া সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এবং উপযুক্ত প্রমাণ পত্র দেখে পরিবারের হাতে বাচ্চাদের তুলে দেন লোকপুর থানার পুলিশ।পরিবারের লোকজন লোকপুর পুলিশের এরূপ মানবিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।