রাজনগরের চন্দ্রপুর এলাকায় ওভারলোডেড বালি ভর্তি ৩টি ডাম্পার আটক করল পুলিশ

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

     

    বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর এলাকায় ওভারলোডেড বালি ভর্তি তিনটি ডাম্পার আটক করল পুলিশ।
    জেলার বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বালি ও কয়লা পাচারের বিরুদ্ধে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে।সেরকমই রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত হীরাকুনি জঙ্গল সংলগ্ন রাস্তায় DSP ( DEB) স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ নৈশকালীন অভিযান চালায়।
    বৃহস্পতিবার গভীর রাত্রে এদিক দিয়ে তিনটি ডাম্পার অবৈধভাবে ওভারলোডেড বালি ভর্তি করে নিয়ে যাচ্ছিল। সেই সময়ই পুলিশ ডাম্পার গুলিকে আটক করে। পুলিশ দেখে ডাম্পার গুলির চালক ও খালাসিরা সেখান থেকে জঙ্গলের ভেতর দিয়ে চম্পট দেয়।
    পুলিশের অনুমান রাজনগর থানার অন্তর্গত সিদ্ধেশ্বরী নদীর বালিঘাট থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে সেগুলি মুর্শিদাবাদের দিকে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
    পুলিশ ওই তিনটি ডাম্পার আটক করে এবং ডিএসপি (DEB ) এর তরফে চন্দ্রপুর থানায় সেগুলি হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।