|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজনগরে বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ অবৈধ বালি ভর্তি একটি ট্রাক আটক করল রাজনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঝাড়খন্ড দিক থেকে একটি বালি ভর্তি ট্রাক রাজনগরের দিকে পাচারের উদ্দেশ্যে আসছিল ।
রাজনগর থানার OC তপাই বিশ্বাস এর নির্দেশে রাজনগর থানার ASI মহম্মদ গিয়াস উদ্দিন সহ অন্যান্য পুলিশ কর্মীরা অবৈধ বালি ভর্তি ওই ট্র্যাকটিকে আটক করে। পুলিশকে দেখামাত্রই ট্রাক্টরের চালক সেখান থেকে পালিয়ে যায়।
পুলিশ বালি ভর্তি ট্রাকটিকে আটক করে এবং এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।