|
---|
সেখ রিয়াজ উদ্দিন,বীরভূম:- সরকার ঘোষিত লকডাউন সফলতার লক্ষ্যে কড়া হাতে পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় বীরভূমের লোকপুর থানার পুলিশদের। দশটা বাজতেই সরকার নির্দেশিত দোকান চালু রেখে বাকিদের যেমন দোকান বাজার বন্ধ করাতে থাকেন পাশাপাশি তেমন লকডাউন ভঙ্গকারী ব্যাক্তিদের, মোটরসাইকেল, চারচাকা যানবাহন চলাচল কারীদের ও আটকে উপযুক্ত প্রমাণ দেখতে চান পুলিশ , নচেৎ আটক করা হচ্ছে। আজ বীরভূম জেলার লোকপুর থানার এসআই অনিমেষ মন্ডল এর নেতৃত্বে ঝাড়খণ্ড রাজ্যের সীমান্ত এলাকায় অবস্থিত লোকপুর থানার বিবেকানন্দ মূর্তি সংলগ্ন তথা লোকপুর নীচু বাসস্ট্যান্ড এলাকায় সকাল দশটা বাজতেই ধরপাকড় অভিযান শুরু করেন এবং দু চাকা, চার চাকা সহ বারোজন ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে যায় এবং করোনা বিধি ভঙ্গ আইন অনুসারে তাদের নামে অভিযোগ দায়ের করা হয় বলে পুলিশ সূত্রে খবর।