পুলিশ সুপারের নির্দেশে পুলিশ প্রশাসনের নজরদারি

সেখ সামসুদ্দিন, ৩ মেঃ পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের নির্দেশে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর নেতৃত্বে মেমারি থানার সমস্ত পুলিশ অফিসার ও পুলিশ কর্মীদের নিয়ে বাইক র‍্যালির মাধ্যমে কেন্,না পারিজাত নগর, মেমারি শহর পরিক্রমা করে পুলিশ পেট্রোলিং করা হয়। এসডিপিও জানান সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষার্থে এই পুলিশ পেট্রোলিং করা হয়। তাতে একদিকে সাধারণ মানুষের মনোবল বাড়ে, অপরদিকে দুষ্কৃতিরাও সতর্কিত হয়। এই ধরনের নজরদারি পুলিশ প্রশাসনের পক্ষে সাধারণ ডিউটি হিসেবেই মাঝে মধ্যে করা হয়ে থাকে।