|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলা থেকে হিংসার খবর আছড়ে পড়েছে নেটমাধ্যমে। যদিও এই সব খবরের অনেকগুলোই ভুয়ো (ফেক নিউজ) বলে দাবি করেছে পুলিশ। এ বার সেই ভুয়ো খবর রুখতে পদক্ষেপ করল কলকাতা পুলিশ। ভুয়ো খবর পেলেই পুলিশকে জানানোর আবেদন করেছে তারা।
পুলিশের আবেদন— ‘যদি আপনার কাছে কোনও ভুয়ো খবর আসে, সেটা আপনারা আমাদের ইমেল করতে পারেন’। একই সঙ্গে কলকাতা পুলিশের সাইবার সেল বিভাগের একটি ইমেল আইডি দেওয়া হয়েছে। এ ছাড়া একটি করে ল্যান্ডলাইন ও মোবাইল নম্বরও দেওয়া হয়েছে পুলিশের তরফে।
ভোটের ফল ঘোষণার পর বীরভূমের পুলিশ সুপার দাবি করেন, একটি হিংসার ঘটনার ভুয়ো খবর ছড়ানো হয়েছে। ওই ধরনের কোনও ঘটনা ঘটেনি জেলায়। একই দাবি করেছে অন্যান্য জেলা পুলিশও। এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে পড়লে রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই পদক্ষেপ করল কলকাতা পুলিশ।