|
---|
সেখ আব্দুল আজিম, চন্ডীতলা : ১৬ ই আগস্ট শিয়াখালার একটি রাষ্ট্রআত্র ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকার নগদ তুলে এক ভদ্রমহিলা বাড়ি যাওয়ার সময় হঠাৎই তাকে টার্গেট করে এক ছিনতাইবাজ এবং সঙ্গে সঙ্গে সেই টাকা নিয়ে চম্পট দেয় তারা। ওই ভদ্রমহিলা ২০ তারিখ চন্ডীতলা থানায় অভিযোগ দায়ের করেন,এর পরই ঘটনার তদন্তে নামে হুগলী গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানা। অফিসার ইনচার্জ জয়ন্ত পালের নেতৃত্বে এসআই প্রসেনজিৎ বিশ্বাস সহ একাধিক পুলিশ কর্মীকে নিয়ে টিম গঠন হয়। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নদীয়ার বীজপুর থানা এলাকা থেকে এই ছিনতাইবাজকে গ্রেফতার করে পুলিশ এবং উদ্ধার হয় বেশ কিছু নগদ এবং একটি মোটরবাইক ও মোবাইল ফোন। আজ সাংবাদিক সম্মেলন করে রীতিমতো রোমাহর্ষকর ঘটনার কথা শোনালেন এসডিপিও তমাল সরকার। উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলী, চন্ডীতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পাল এবং সেকেন্ড অফিসার সোমদেব পাত্র সহ একাধিক অফিসার।