ভোর না হতেই গঙ্গার পাড়ে হাজির মহকুমা শাসক  সঙ্গে পুলিশ

নিজস্ব সংবাদদাতা : ভোর না হতেই গঙ্গার পাড়ে হাজির মহকুমা শাসক  সঙ্গে পুলিশ । তা দেখে মাটি পাচারকারীদের (Land smugglers) কেউ দিলেন দৌড়। কেউ দিলেন গঙ্গায় ঝাঁপ। মাটি পাচার বিরোধী প্রশাসনিক অভিযানে আজ এমন ছবি ধরা পড়ল নদিয়ার কল্যাণীতে।মহকুমা শাসকের হাঁকডাক শুনে কেউ ভয়ে ছুট দিলেন। কেউ আবার নৌকা থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে, নদীতেই ভেসে রইলেন পুলিশ যাতে নাগাল না পায়। প্রশাসনিক কর্তা ও পুলিশের হাত থেকে বাঁচতে এভাবেই চলল লুকোচুরি খেলা।

     

    মাটি পাচারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান ঘিরে, বৃহস্পতিবার সকালে এমনই ছবি দেখা গেল নদিয়ার কল্যাণীতে। প্রশাসন সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই কল্যাণীর চর যদুবাটি, চর যাত্রাসিদ্ধি-সহ বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছিল, যে গঙ্গার পাড় থেকে প্রতিদিন বেআইনি ভাবে কাটা হচ্ছে মাটি। নৌকা বোঝাই করে সেই মাটি পাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। মূলত ইটভাটা লাগোয়া এলাকা থেকে চলছে মাটি পাচার।

     

    বৃহস্পতিবার ভোরে পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে হানা দেন কল্যাণীর মহকুমা শাসক হীরক মণ্ডল। তাঁকে সেখানে গিয়ে সকলকে ডাকতে শোনা যায়। কল্যাণীর মহকুমা শাসক হীরক মণ্ডলের কথায়, ‘আমার কাছে অভিযোগ আসে। চর যদুবাটি এলাকায় গঙ্গার চর থেকে মাটি নিয়ে আসে এবং হুগলি থেকেও খবর পেয়েছিলাম এখান থেকে মাটি হুগলিতে যায়। ভোর তিনটে থেকে সকাল ১১টা পর্যন্ত চলে এই কারবার। কয়েকটা নৌকা পাওয়া গিয়েছে।’

     

    কাঁচরাপাড়া গ্রামপঞ্চায়েতের প্রধান পঙ্কজকুমার সিংহ বলেন, ‘আইন আইনের পথেই চলবে। এরকম যেখানেই হবে প্রশাসন স্টেপ নেবে। আমিও পঞ্চায়েতের তরফে জানিয়েছিলাম। ইললিগাল কাজ বরদাস্ত করা হবে না।’

     

    প্রশাসন সূত্রে খবর, এদিনের অভিযানে মাটি বোঝাই একাধিক নৌকা আটক করা হয়েছে।