|
---|
মিজানুল কবির ,কলকাতাঃ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে চালু হতে চলেছে নিখরচায় চাকরি পরীক্ষার কোচিং।কোচিং দেওয়া হবে প্রতিটি জেলা সাব ডিভিসন সদরে।
পুলিশ কন্সটেবলের চাকরির জন্য কোচিং দেওয়া হবে । মাধ্যমিক পাশ মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে।পুরুষদের বেলায় উচ্চতা ১৬৭ সেমি ও মহিলাদের বেলায় উচ্চতা ১৬০ সেমি হতে হবে।
৩ মাসের কোচিংটি দেওয়া হবে সপ্তাহে দুইদিন শনি ও রবিবারে। কোচিং শুরু হবে জুন মাস থেকে এমনটাই বলা হয়েছে। শারীরিক পরিমাপ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
কেবলমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা যাবে। আবেদন করতে ভিজিট করুন www.wbmdfc.org। আবেদনপত্র অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ ৩০/০৪/২০১৯।